South east bank ad

মৌলভীবাজারে চার রোহিঙ্গাসহ আটক ৫

 প্রকাশ: ০৭ নভেম্বর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

মৌলভীবাজারে চার রোহিঙ্গাসহ আটক ৫

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

মৌলভীবাজারের বড়লেখার কুমারশাইল সীমান্তে চার রোহিঙ্গা শরণার্থীসহ পাঁচজনকে আটক করেছে স্থানীয়রা। রোববার ভোরে তাদের আটক করা হয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

আটকরা হলেন- মো. রিয়াজ উদ্দিন, মো. সালমান, আব্দুর রাজ্জাক, নুর কলিমা ও বান্দরবনের নাইক্ষ্যংছড়ি থানার বাসিন্দা মো. রিয়াজ। এরমধ্যে চারজনকে পুলিশ স্কটের মাধ্যমে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। আর নাইক্ষ্যংছড়ি থানার বাসিন্দা মো. রিয়াজকে আদালতে সোপর্দ করা হবে।

শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ মাসুক মিয়া বলেন, কুমারশাইল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত প্রবেশের চেষ্টাকালে ৪ রোহিঙ্গা শরণার্থীসহ পাঁচজনকে আটক করে স্থানীয়রা। তারা কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছিলেন। আটকদের মধ্যে চারজন রোহিঙ্গা। তাদের পুলিশ স্কটের মাধ্যমে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। আর একজনের বাড়ি নাইক্ষ্যংছড়ি থানায়। তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: