South east bank ad

দুই শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

 প্রকাশ: ০৭ নভেম্বর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

দুই শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

নীলফামারী শহরের চৌরঙ্গী মোড় থেকে হারিয়ে যাওয়া দুই শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। রোববার সন্ধ্যায় আইনি প্রক্রিয়া শেষে শিশু দুটিকে তার বাবা-মায়ের হাতে তুলে দেয় সদর থানা পুলিশ।

হারিয়ে যাওয়ার শিশুরা হলো, জেলা সদরের টেক্সটাইল বারোঘড়িয়া মাস্টারপাড়া এলাকার মো. নূর রহমানের দুই সন্তান মো. ইন্টু (৫) ও মো. আরমান (৩)। 

থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেলে নীলফামারী শহরের চৌরাঙ্গী মোড়ে শিশু দুটি পথ হারিয়ে কান্নাকাটি করার সময় স্থানীয়রা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুক্তারুল আলমকে জানান। পরে তাৎক্ষণিকভাবে সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে অবুঝ শিশু দুটিকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়। এরপর বিট অফিসারের মাধ্যমে সব বিটে সংবাদ দেওয়া হয়। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ স্থানীয় সংবাদমাধ্যমে শিশু দুটির নিখোঁজ সংবাদ দেওয়া হয়। এক ঘণ্টার মধ্যে শিশু দুটির বাবা-মা ও নানা নানির খোঁজ পাওয়া গেলে তাদের থানায় ডাকা হয়। পরে শিশু দুটিকে তাদের কাছে হস্তান্তর করা হয়।

শিশু দুটির মা লিজা খাতুন বলেন, তাদের নানা-নানির সঙ্গে এক আত্মীয়র বাড়িতে যাওয়া সময় অটো থেকে নামতে গিয়ে হারিয়ে যায়। আমরা বিষয়টি জানার পর থেকে অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি। তাদের কোনো খোঁজ না পেয়ে অনেক চিন্তায় ছিলাম। পরে পুলিশের সহায়তায় তাদের ফিরে পেয়েছি। পুলিশকে অনেক ধন্যবাদ।

সদর থানার ওসি আব্দুর রউপ বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে আমাদের পুলিশ সদস্যরা গিয়ে শিশু দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে তাদের পরিবারের খোঁজ করে বাবা-মায়ের জিম্মায় দেওয়া হয়েছে।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: