শিরোনাম

South east bank ad

মোবাইল টাওয়ার স্থাপনের নামে কোটি টাকা প্রতারণা

 প্রকাশ: ১২ নভেম্বর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

মোবাইল টাওয়ার স্থাপনের নামে কোটি টাকা প্রতারণা

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

নির্মাণাধীন বাড়ির মালিকদের টার্গেট করে প্রথমে বিল্ডিংয়ের ছাদে মোবাইল টাওয়ার স্থাপনের প্রস্তাব দেওয়া হয়। টাওয়ার স্থাপন করলে এককালীন ও মাসিক মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে এমন প্রলোভন দেখিয়ে ঘনিষ্ঠ সম্পর্ক করত মালিকের সঙ্গে। পরে তাদের কথিত অফিসে ডেকে আরও লাভজনক প্রজেক্টের ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় চক্রটি।

এমন অভিযোগে আমিনুল ইসলাম ওরফে আমিন ওরফে আমিনুর নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত বৃহস্পতিবার তাকে রাজধানীর পল্লবী থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে বিভিন্ন ধরনের চুক্তিপত্রের কপি উদ্ধার করা হয়। আজ শনিবার রাজধানীর ৬০ ফিট পিবিআই উত্তর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, এর আগেও প্রতারণার অভিযোগ পিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন আমিন। জামিনে বেরিয়ে এসে আবারও প্রতারণা শুরু করেন তিনি।

প্রতারণার কৌশল সম্পর্কে এই কর্মকর্তা বলেন, বিভিন্ন নির্মাণাধীন বাড়ির মালিকদের তারা প্রথমত টার্গেট করে। বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করে জানায় তাদের বিল্ডিংয়ের ছাদে মোবাইল টাওয়ার নির্মাণ করা হবে। প্রথম ধাপে ১৫ থেকে ২০ লাখ টাকা দেওয়া হবে এবং প্রতি মাসে ৩০ থেকে ৩৫ হাজার টাকা দেওয়া হবে। এই প্রলোভনে ফেলে পরবর্তীতে প্রতারক চক্রটি ভিকটিমদের তাদের অফিসে ডেকে নিয়ে আসে।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: