সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ি গ্রেফতার
১৫/১১/২০২২খ্রিঃ অনুমান ১৭:০৫ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগ এর পুলিশ পরিদর্শক (নিঃ)/ জনাব দেবাংশু কুমার দে, এর নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ)/ নূর মোহাম্মদ তাপাদার, এএসআই(নিঃ)/ ভুলন চন্দ্র দেব, কনস্টেবল/৩০৪ আব্দুস সামাদ, কনস্টেবল/১৯১৬ আবু জাহের ভূইয়া, কনস্টেবল/৯৩৩ বাসুদেব মল্লিক, সর্ব কর্মস্থল:-মহানগর গোয়েন্দা বিভাগ, এসএমপি, সিলেট, ড্রাই: কনস্টেবল/১৫৮৫ মোঃ আল আমিন, মটরযান শাখা, এসএমপি, সিলেট-দের সহায়তায় মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম-০৩ গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি কোতয়ালী মডেল থানাধীন বন্দরবাজার মেইন রোডস্থ রংমহল টাওয়ারের পশ্চিম পার্শ্বে মেসার্স মাছুম ভেরাইটিজ স্টোর নামীয় দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী- মোঃ আব্দুল হক (৩৫), পিতা- মৃত আখলুছ আলী, মাতা-মৃত ছায়ারুন নেছা, সাং-বাসা নং-৮৪১ বটেশ্বর, চৌবাহার বাদেশ্বর, ডাকঘর-জালালাবাদ ক্যান্টনমেন্ট, থানা-শাহপরাণ(রহঃ), জেলা-সিলেট- নামীয় এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন।
গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজাত হতে ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায় যে, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো সিলেটের বিভিন্ন এলাকা হইতে পাইকারী দরে ক্রয় করিয়া আনিয়া ঘটনাস্থল এলাকা সহ সিলেট শহরের বিভিন্ন এলাকার মাদক সেবীদের নিকট খুচরা ও পাইকারী দরে বিক্রয় করিয়া থাকে ।
উক্ত মাদক ব্যবসায়ির বিরুদ্ধে এসএমপি কোতোয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।