কেএমপির ট্রাফিক বিভাগের উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ট্রাফিক বিভাগের উদ্যোগে এবং বিআরটিএর আয়োজনে পরিবহনচালক ও যাত্রীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে সোনাডাঙ্গা মডেল থানাধীন শিববাড়ি মোড়ে এই লিফলেট বিতরণ করা হয়।
কেএমপি কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞার নির্দেশনায় ট্রাফিক বিভাগ এই জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।
কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ) মনিরা সুলতানা, বিআরটিএ খুলনার বিভাগীয় পরিচালক (ইঞ্জি.) মো. মাসুদ আলমসহ কেএমপি ও বিআরটিএর কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।