ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কেএমপি কমিশনার

খুলনা সার্কিট হাউস ময়দানে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন হয়েছে।জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মেলার উদ্বোধন হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ তালুকদার আবদুল খালেক। বিশেষ অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন কমিশনার মাসুদুর রহমান ভূঞা।
প্রবন্ধ উপস্থাপক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের অধ্যাপক ড. অনুপ কুমার বৈরাগী।অনুষ্ঠানে সভাপতি হিসেবে খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার উপস্থিত ছিলেন।