ঘন কুয়াশায় ফেরি বন্ধ সাত ঘণ্টা
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ঘন কুয়াশার কারণে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার এবং শরীয়তপুরের মাঝিকান্দি নৌপথে লঞ্চ ও ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বৈরী আবহাওয়ার কারণে গতকাল বুধবার দিবাগত রাত পৌনে দুইটা থেকে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত এ পথে ফেরি চলাচল বন্ধ ছিল।তবে শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আজ সকাল পৌনে নয়টার দিকে শিমুলিয়া ঘাট থেকে একটি ফেরি ছেড়ে গেছে। এদিকে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।
ঘাট ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরেই ঘন কুয়াশার কারণে এ নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। এর মধ্যে গতকাল রাত থেকে কুয়াশার পরিমাণ বাড়তে শুরু করে। মধ্যরাতে কুয়াশার পরিমাণ অত্যধিক বেড়ে গেলে রাত পৌনে দুইটার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ বলেন, রাতে কুয়াশার পরিমাণ বেড়ে গিয়েছিল। ফেরির ওপর থেকে নদীর পানি পর্যন্ত দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে ঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে আজ সকালে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আবার ফেরি চলাচল শুরু করা হয়েছে।
শিমুলিয়া ঘাটের ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) মো. জাকির হোসেন প্রথম আলোকে বলেন, এ নৌপথে মোট চারটি ফেরি চলে। কিন্তু প্রায় সাত ঘণ্টা ফেরি বন্ধ থাকায় এখানে যানবাহনের চাপ বেড়ে গেছে। শিমুলিয়া ঘাটে ছোট-বড় চার শতাধিক যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় আছে।
তবে সকাল থেকে ফেরি চলতে শুরু করায় যানবাহনের চাপ আস্তে আস্তে কমে আসবে বলে জানান তিনি।