South east bank ad

ট্রাকভর্তি জেলিযুক্ত চিংড়ি ঢাকায় নিচ্ছিলেন ব্যবসায়ী, জরিমানা লাখ

 প্রকাশ: ০৫ অগাস্ট ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

ট্রাকভর্তি জেলিযুক্ত চিংড়ি ঢাকায় নিচ্ছিলেন ব্যবসায়ী, জরিমানা লাখ

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

যশোরে অভিযান চালিয়ে ট্রাকভর্তি ২৪০ কেজি (৬ মণ) জেলিযুক্ত চিংড়ি জব্দ করেছে র‌্যাব। এ সময় ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৫ অক্টোবর) র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গোপন সংবাদে জানা যায় জেলিযুক্ত চিংড়িভর্তি একটি ট্রাক সাতক্ষীরা থেকে যশোর হয়ে ঢাকার যাত্রাবাড়ী যাচ্ছে। রাতে যশোর সদরের আরবপুর এলাকায় হাইওয়ে রাস্তার ওপর অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। সেখানে চিংড়িভর্তি একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। ট্রাকে থাকা চিংড়িতে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করার প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় মাম্পি অ্যান্ড প্রান্ত ফিস প্রতিষ্ঠানের মালিক রনজিৎ মন্ডলকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে চিংড়িগুলো মাটিতে পুতে ধ্বংস করা হয়।

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: