South east bank ad

আইনজীবীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা, মূলহোতা গ্রেফতার

 প্রকাশ: ০৭ নভেম্বর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

আইনজীবীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা, মূলহোতা গ্রেফতার

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

বগুড়ায় শিক্ষানবিশ আইনজীবী আব্দুল বারী চাঁন হত্যা মামলায় রঞ্জন নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। তার বিরুদ্ধে আগের চারটি হত্যা মামলা আছে। র‌্যাবের দাবি, রঞ্জন আইনজীবী হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী।

রোববার দুপুরে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন বগুড়ার র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) মো. নজরুল ইসলাম।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সদরের লতিফপুর কলোনী এলাকা থেকে রঞ্জনকে গ্রেফতার করা হয়। ৩৬ বছরের রঞ্জন সদরের চকফরিদ এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুর রশিদ প্রামাণিক।

এর আগে, শনিবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমার মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান আব্দুল বারী চাঁন। শজিমেকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ১ নভেম্বর সকালে চকফরিদ এলাকায় ধারালো কুড়াল দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করান।

নিহত আব্দুল বারী চাঁন চকফরিদ এলাকার মৃত কবেজ উদ্দিনের ছেলে। তিনি বগুড়া জজ আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করতেন।

আব্দুল বারী চাঁন হামলার শিকার হওয়ার পর ঐদিন রাতেই তার স্ত্রী রুনা মাহমুদ সদর থানায় মামলা করেন। মামলায় গ্রেফতার হওয়া রঞ্জনের নাম না থাকলেও হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতা পায় র‌্যাব। তাকে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে দাবি করছে র‌্যাব।

র‌্যাব কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, আব্দুল বারী চাঁনের ওপর হামলার পর থেকেই জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে ব্যাপক গোয়েন্দা নজরদারি শুরু করা হয়। গোয়েন্দা তথ্যর ভিত্তিতে জানা যায়, রঞ্জন এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো বলেন, রঞ্জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ চারটি ও অস্ত্র আইনে করা আরও একটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সদর থানায় হস্তান্তর করা হবে।

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: