জেল হত্যা দিবসে "আমরা মুক্তিযোদ্ধার সন্তান" এর শ্রদ্ধা নিবেদন
আমরা মুক্তিযোদ্ধার সন্তান এর ২৫ বছর পুর্তি উদযাপন বাস্তবায়ন কমিটি -২২ ও কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
আজ ৩ নভেম্বর এই দিনে ১৯ ৭৫ সালের ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের পর ৩ মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে নির্মমভাবে হত্যা করা হয়।
১৫ আগস্টের পর এই জাতীয় চার নেতাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।জাতি আজ মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী জাতীয় ৪ নেতাকে যথাযথ শ্রদ্ধার মাধ্যমে আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সেই ঢাকা কেন্দ্রীয় জেলা কারাগার জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে এবং ১ মিনিট নিরবতা পালন করা হয় এই জাতীয় বীরদের উদ্যেশ্যে ।
এই সময়ে উপস্থিত ছিলেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির, সহিদের সন্তান প্রেসিডিয়াম মেম্বার হাজি মোঃ এমদাদুল হক,আমরা মুক্তিযোদ্ধার সন্তান প্রতিষ্ঠার ২৫ বছর পুর্তি উদযাপন বাস্তবায়ন কমিটির আহবায়ক ও প্রেসিডিয়াম মেম্বার সালমান মাহমুদ,প্রেসিডিয়াম মেম্বার ও ঢাকা মহানগর উত্তর এর সভাপতি নুরুজ্জামান ভুট্রু, উদযাপন কমিটির সদস্য সচিব শাহিনুর করিম বাবু,কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুর রৌফ আনসারী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সভাপতি মেহেদী হাসান, সাবেক সভাপতি ঢাকা মহানগর আমরা মুক্তিযোদ্ধার সন্তান ও প্রমুখ।