৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ অনুমোদন দিলো আইএমএফ
বাংলাদেশকে ৪৭০ কোটি ডলার ঋণ দেয়ার প্রস্তাবটি অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্বাহী পর্ষদ।
স্থানীয় সময় সোমবার (৩০ জানুয়ারি) রাতে আইএমএফের নির্বাহী বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সময় সোমবার রাত ৯টায় অনুষ্ঠিত আইএমএফের নির্বাহী পর্ষদের বৈঠকে এ ঋণ অনুমোদন করা হয়। আইএমএফ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
আইএমএফ বলছে, সাত কিস্তিতে ৪২ মাসে এ ঋণ পাবে বাংলাদেশ। আগামী ফেব্রুয়ারি মাসের শেষে অথবা মার্চ মাসের শুরুতে পাওয়া যেতে পারে ঋণের প্রথম কিস্তি। ঋণের গড় সুদের হার ২ দশমিক ২ শতাংশ।
৪৭০ কোটি ডলারের মধ্যে দুই ধরণের ঋণ রয়েছে। বর্ধিত ঋণ সহায়তা বা বর্ধিত তহবিল( ইসিএফ অ্যান্ড ইএফএফ ) থেকে পাওয়া যাবে ৩৩০ কোটি ডলার। রেজিলিয়্যান্স অ্যান্ড সানসেইনিবিলিটি ফ্যাসিলিটির আওতায় পাওয়া যাবে ১৪০ কোটি ডলার। প্রথমেই ৪৭৬ মিলিয়ন ডলার ছাড়ের প্রস্তাবেরও অনুমোদন দিয়েছে আইএমএফ বোর্ড।
আইএমএফ একটি বিবৃতিতে বলেছে, বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা রক্ষা, সামাজিক ও উন্নয়নমূলক ব্যয়ে সক্ষমতা তৈরিতে প্রয়োজনীয় সংস্কার করা, আর্থিক খাত শক্তিশালী করা, নীতি কাঠামো আধুনিক করে তোলা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলার কাজে এ ঋণ সাহায্য করবে।