নরসিংদীতে শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
নরসিংদীতে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। গতকাল সকালে পৌর পার্কে মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। মেলায় এবার স্টল রয়েছে ১০৫টি। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। শিশুদের জন্য রয়েছে বিনোদন জোন। চেম্বারের প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিন্টুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট হাসিব আহমেদ মোল্লা, পরিচালক নাজমুল হক ভূঞা প্রমুখ।