সরকার থেকে নেয়া ঋণের কিস্তি পরিশোধ ঢাকা ওয়াসার
ঢাকা ওয়াসার বিভিন্ন প্রকল্পের জন্য সরকারের কাছ থেকে নেয়া ঋণের আরেক কিস্তি পরিশোধ করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে সম্প্রতি ঢাকা ওয়াসার ২০২৩-২৪ আর্থিক বছরের ডেবট সার্ভিস লায়াবিলিটিস বা ডিএসএল চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম। সম্মানিত অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ উল আলম। সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান।
ঢাকা ওয়াসার বিভিন্ন প্রকল্পের জন্য সরকারের কাছ থেকে প্রায় ১০ হাজার কোটি টাকা ঋণ নেয়া হয়েছে। এসব ঋণের টাকা ২০ বছরের মধ্যে পরিশোধ করতে হবে। এখন প্রতি বছর দুই কিস্তিতে ৬৮০ কোটি টাকা পরিশোধ করা হচ্ছে। এ বছরের প্রথম কিস্তি বাবদ ৩৪০ কোটি টাকা হস্তান্তর করা হয়েছে। এ পর্যন্ত ২ হাজার ৫০০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।