শিরোনাম

South east bank ad

পাঁচ কার্যদিবসে বেক্সিমকোর ২৩০ কোটি টাকার লেনদেন

 প্রকাশ: ২৯ মে ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   শেয়ার বাজার

পাঁচ কার্যদিবসে বেক্সিমকোর ২৩০ কোটি টাকার লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ৩ হাজার ৫৪ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৩ দশমিক ১৪ শতাংশ বা ১ হাজার ১২ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন ছিল দশ কোম্পানির দখলে। এ দশ কোম্পানির মধ্যে ২৩০ কোটি টাকার বেশি লেনদেন নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে বেক্সিমকোর ১ কোটি ৭৬ লাখ ৫৮ হাজার ৭৮৪টি শেয়ার হাতবদল হয়েছে। যার আর্থিক মূল্য ২৩০ কোটি ৫১ লাখ ৩৯ হাজার টাকা, যা এক্সচেঞ্জটির মোট লেনদেনের ৭ দশমিক ৫৫ শতাংশ। আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১ দশমিক ৭৪ শতাংশ।

লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ১৩৪ কোটি ৬১ লাখ ৪৩ হাজার টাকার ২ কোটি ৮৫ লাখ ১৮ হাজার ৭৬৬টি শেয়ার লেনদেন হয়েছে। সাপ্তাহিক মোট লেনদেনের ৪ দশমিক ৪১ শতাংশই ছিল কোম্পানিটির দখলে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩ দশমিক ৪৪ শতাংশ।

গত সপ্তাহের লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ১ কোটি ৪০ লাখ ৮০ হাজার ৮৯১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১১০ কোটি ৯২ লাখ ৩৭ হাজার টাকা। সাপ্তাহিক মোট লেনদেনের ৩ দশমিক ৬৩ শতাংশ ছিল কোম্পানিটির দখলে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১ দশমিক ৮৭ শতাংশ।

মোট লেনদেনের ৩ দশমিক ২৯ শতাংশ নিয়ে তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ২ কোটি ৬৩ লাখ ৯৪ হাজার ৪২৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১০০ কোটি ৩৪ লাখ ৩৬ হাজার টাকা। আগের সপ্তাহের তুলনায় কোম্পানিটির শেয়ারদর কমেছে ১০ দশমিক ১২ শতাংশ। ২ দশমিক ৯৮ শতাংশ নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড।

তালিকায় থাকা বাকি কোম্পানিগুলো হলো সাউথইস্ট ব্যাংক লিমিটেড, ফরচুন সুজ লিমিটেড, জিপিএস ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও এসিআই ফরমুলেশনস লিমিটেড।

BBS cable ad

শেয়ার বাজার এর আরও খবর: