শিরোনাম

South east bank ad

কাল থেকে নয়দিনের ছুটিতে যাচ্ছে পুঁজিবাজার

 প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   শেয়ার বাজার

কাল থেকে নয়দিনের ছুটিতে যাচ্ছে পুঁজিবাজার

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা নয়দিন বন্ধ থাকবে দেশের পুঁজিবাজার। আগামীকাল এ ছুটি শুরু হবে। এর মধ্যে পাঁচদিন ঈদের ছুটি ও বাকি চারদিন সাপ্তাহিক ছুটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, ৩০ মার্চ পুঁজিবাজারে পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হবে, যা শেষ হবে আগামী ৩ এপ্রিল। তবে এর আগে এবং পরে দুদিন করে মোট চারদিন সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) রয়েছে। আগামী ৩ এপ্রিল সরকার ছুটি ঘোষণা করেছে। সরকারে এই ছুটি ঘোষণার কারণে ৩ এপ্রিল স্টক এক্সচেঞ্জ বন্ধ থাকবে। আগামীকাল শুরু হওয়া এ ছুটি শেষ হবে আগামী ৫ এপ্রিল। এর পরদিন অর্থাৎ ৬ এপ্রিল পুনরায় পুঁজিবাজারে লেনদেন চালু হবে।

পবিত্র রমজান মাস উপলক্ষে পুঁজিবাজারের লেনদেন ৩ ঘণ্টা ৪০ মিনিট চালু ছিল। লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১টা ৪০ মিনিট পর্যন্ত চলছিল। এরপর বেলা ১ টা ৪০ থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত পোস্ট-ক্লোজিং সেশন চালু ছিল।

তবে ঈদের ছুটি শেষে যথানিয়মে লেনদেন শুরু করবে পুঁজিবাজার। স্বাভাবিক সময়ে পুঁজিবাজারে সকাল ১০টা থেকে বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত সাড়ে ৪ ঘণ্টা লেনদেন চালু থাকে। এরপর বেলা ২টা ৩০ থেকে ২ টাকা ৪৫ মিনিট পর্যন্ত চলে পোস্ট-ক্লোজিং সেশন। এ সময়ে শেয়ারের নতুন দাম প্রস্তাব করা যাবে না। তবে ক্লোজিং দামে লেনদেন শেয়ার কেনা-বেচা যাবে। এছাড়া অফিস সময় হবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

BBS cable ad

শেয়ার বাজার এর আরও খবর: