শিরোনাম

South east bank ad

ইস্টার্ণ ব্যাংকের মনোনীত পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা

 প্রকাশ: ২০ জুন ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   শেয়ার বাজার

ইস্টার্ণ ব্যাংকের মনোনীত পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের এক মনোনীত পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানির মনোনীত পরিচালক মিসেস সেলিনা আলী তার মোট শেয়ার ১ কোটি ৬৮ লাখ ৫৭ হাজার ৭৭১টি শেয়ারে থেকে ১ কোটি ৫৫ লাখ শেয়ার বিক্রয় করবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেটে শেয়ার বিক্রয় সম্পন্ন করবেন।

কোম্পানির ১ হাজার ২ শত কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১ হাজার ৭৩ কোটি ১০ লাখ টাকা।কোম্পানিটির মোট ১০৭ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৫২৫টি শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩০ দশমিক ১৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ৪৭ দশমিক ৫৬ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীর কাছে শূণ্য দশমিক ৩৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে বাকি ২১ দশমিক ৯৩ শতাংশ শেয়ার রয়েছে।

উল্লেখ্য, কোম্পানিটি ১৯৯৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানি বর্তমানে মার্কেটে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।

BBS cable ad

শেয়ার বাজার এর আরও খবর: