South east bank ad

সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন তলানিতে

 প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   শেয়ার বাজার

সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন তলানিতে

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৩ অক্টোবর) পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।  

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এবং অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন তলানিতে নেমেছে।
এদিন ডিএসইতে লেনদেন নেমেছে ৩০০ কোটি টাকার ঘরে। একই সঙ্গে সিএসইতে লেনদেন হয়েছে মাত্র ২ কোটি ৮৮ লাখ টাকা।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৬২ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১ হাজার ২২১ ও ১ হাজার ৯৯০ পয়েন্টে অবস্থান করছে।

এ দিন ডিএসইতে ৩১৫ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ১৩৫ কোটি টাকা কম। আগের দিন ডিএসইতে ৪৪০ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।  

বৃহস্পতিবার ডিএসইতে ৩৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে ২০৯ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো-ইবনে সিনা, মিডল্যান্ড ব্যাংক, ইসলামী ব্যাংক, গ্রামীণফোন, এসআইবিএল, ব্র্যাক ব্যাংক, মবিল যমুনা, ওরিয়ন ফার্মা, লাভেলো আইসক্রিম ও আফতাব অটো।

BBS cable ad