শিরোনাম

South east bank ad

হার্ভার্ড থেকে ঝরে পড়া বোম কিম এখন মাল্টি-বিলিয়নেয়ার‍!

 প্রকাশ: ১৪ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সফলতার গল্প

হার্ভার্ড থেকে ঝরে পড়া বোম কিম এখন মাল্টি-বিলিয়নেয়ার‍!

হার্ভার্ডের এমবিএ শেষ করতে না পারলেও একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দক্ষিণ কোরিয়ার ই-কমার্স জায়ান্ট কোপাংয়ের প্রতিষ্ঠাতা বোম কিম। বনে গেছেন একজন মাল্টি-বিলিয়নেয়ার। বোম কিম যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তবে বিশ্বের শ্রেষ্ঠতর বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট হওয়ার স্বপ্ন তার পূরণ হয়নি। মাঝপথে ঝরে পড়েন উচ্চশিক্ষার প্রতিষ্ঠানটি থেকে। সেখানেই থেমে যেতে পারতেন বোম কিম। কিন্তু তার উদ্যমী মনোভাব তাকে থামতে দেয়নি।

অনলাইন খুচরা বিক্রেতা কোপাং বৃহস্পতিবার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়েছে। তালিকাভুক্তির প্রথম দিনেই তরতর করে উঠে গেছে কোপাংয়ের শেয়ারদর। আর এতে ভাগ্য খুলেছে তার। ফলে মাল্টি-বিলিয়নেয়ার ক্লাবের সদস্য হিসেবে নাম লেখাতে পেরেছেন কিম। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে জন্মগ্রহণ করা বোম কিম মাধ্যমিক পর্যায়ে থাকতে যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত হন। পরে সেখানের নাগরিকত্ব লাভ করেন। তবে হার্ভার্ডের এমবিএ থেকে ঝরে পড়ার পর তিনি আবারো দক্ষিণ কোরিয়ায় ফিরে আসেন। ২০১০ সালে সেখানে তিনি কোপাং প্রতিষ্ঠা করেন। তিনি এটি প্রতিষ্ঠা করেন যুক্তরাষ্ট্রভিত্তিক ই-কমার্স সংস্থা ‘গ্রুপঅন’-এর আদলে।

BBS cable ad

সফলতার গল্প এর আরও খবর: