ঝালকাঠি আইনজীবী সমিতিতে টানা ৮বারের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল

মোঃ রাজু খান ( ঝালকাঠি) : আব্দুল মান্নান রসুল ঝালকাঠি সদর উপজেলার কির্ত্তীপাশা ইউনিয়নের গোবিন্দ ধ্বল (বর্তমান আমু নগর) গ্রামের বাসিন্দা মুজাফফর আলী মিয়ার ঘরে ১৯৫২ সালের ৯ জানুয়ারী জন্ম গ্রহণ করেন। ১৯৭৩ সালে ঝালকাঠি সরকারী কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে বরিশাল ল’ কলেজ থেকে এলএলবি পাশ করে ১৯৮৫ সালের ৩ মার্চ আইন পেশায় আত্মনিয়োগ করেন। এরপর তার কৃতিত্ব ও গ্রহণযোগ্যতায় তিনি ১৯৯৬ সাল থেকে ২০০১ এবং ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি আইজীবীদের মধ্যে তার গ্রহণযোগ্যতা ও বিশ্বস্ত নেতৃত্বের কারণের ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত টানা ৮বার ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন। এর পূর্বেও তিনি একাধিকবার সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। অপরদিকে আ.স.ম মোস্তাফিজুর রহমান মনু ঝালকাঠির শহরের পালবাড়ি এলাকার মোঃ বাদশা মিয়ার ঘরে ১৯৬৮ সালের ১৯ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি ঝালকাঠি সরকারী কলেজ থেকে ১৯৮৮ সালে স্নাতক ডিগ্রি অর্জন করে বরিশাল ল” কলেজ থেকে এলএলবি পাশ করে ২০০৫ সালে তিনি আইন পেশায় আত্মনিয়োগ করেন। বর্তমানে তিনি টানা ৩বারে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং ঝালকাঠির অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ইতি পূর্বে টানা ৫ বারের যুগ্ম সম্পাদক ও ২ বার সহকারী কৌসূলী (এপিপি)’র দায়িত্ব পালন করেন। গত ২৭জানুয়ারী সাধারন সভায় আইনজীবী সমিতিতে বিনাপ্রতিদ্ব›িদ্বতায় অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল সভাপতি ও অ্যাডভোকেট আ.স.ম মোস্তাফিজুর রহমান মনু সাধারন সম্পাদক নির্বাচিত হন। জজ আদালতের শহীদ সোহেল জগন্নাথ মিলনায়তনে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের বিচারকদের পক্ষ থেকে আইনজীবী সমিতির নবনির্বাচিত নির্বাহী কমিটির সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস.কে. এম তোফায়েল হাসান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম, আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি আব্দুল মান্নান রসুল ও সাধারণ সম্পাদক আ.স.ম মোস্তাফিজুর রহমান মনু। আলোচনাসভা শেষে জেলা জজ মো. শহিদুল্লাহ নবনির্বাচিত সকল কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সংবর্ধনা অনুষ্ঠানে ঝালকাঠির বিচারকবৃন্দ ছাড়াও খুলনার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।