South east bank ad

ঝালকাঠি পৌরসভা ও ৩১ ইউনিয়নে নৌকার কান্ডারী হলেন যারা

 প্রকাশ: ১৪ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

মোঃ রাজু খান (ঝালকাঠি) : ঝালকাঠি পৌরসভাসহ জেলার ৪ উপজেলার ৩১ ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন চুান্ত করা হয়েছে। মনোনয়নপ্রাপ্তরা নৌকা প্রতিক নিয়ে নির্বাচনী মাঠে প্রতিদ্ব›িদ্বতা করবেন। মনোনয়ন প্রদানের ক্ষেত্রে তৃণমূলের মতামতকে প্রধান্য দেয়া হয়েছে। যোগ্য প্রার্থীদের মনোনয়ন দেয়ায় তৃণমূলের জনসাধারণ আনন্দ প্রকাশ করেছে। আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার দিলীপ বড়–য়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানাগেছে, শনিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হয় সভার সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রদান করা হয়। নির্বাচনে যারা মনোনয়ন পেয়েছেন তারা হলেনঃ- ঝালকাঠি পৌর সভায় মোহাম্মদ লিয়াকত আলী তালুকদার। ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর. ইউনিয়নে মো. গোলাম মাওলা মাসুম শেরওয়ানী, বিনয়কাঠী ইউনিয়নে এজেএম মঈন উদ্দিন পলাশ, নবগ্রাম ইউনিয়নে মো. মুজিবুল হক আকন্দ, কৃর্তিপাশা ইউনিয়নে আব্দুস শুক্কুর মোল্লা, বাসন্ডা ইউনিয়নে মোবারেক হোসেন মল্লিক, গাবখান ধানসিঁড়ি ইউনিয়নে মোঃ আবুল কালাম (মাসুম), শেখের হাট ইউনিয়নে নুরুল আমিন খান সুরুজ, কেওড়া ইউনিয়নে আবু সাঈদ খান, নথুল্লাবাদ ইউনিয়নে নজরুল ইসলাম জাহাঙ্গীর সরদার। নলছিটির প্রার্থীরা হলেন ভৈরবপাশা ইউনিয়নে একেএম আবদুল হক হাওলাদার, মগর ইউনিয়নে মোহাম্মদ শাহীন হোসাইন (এনামুল হক শাহিন), কুলকাঠি ইউনিয়নে এইচ এম আখতারুজ্জামান হাওলাদার (বাচ্চু), কুশাঙ্গল ইউনিয়নে আলমগীর হোসেন, নাচনমহল ইউনিয়নে সিরাজুল ইসলাম সেলিম, রানাপাশা ইউনিয়নে শাহজাহান হাওলাদার, সুবিদপুর ইউনিয়নে আবদুল গফ্ফার খান, সিদ্ধকাঠী ইউনিয়নে কাজী জেসমিন, দপদপিয়া ইউনিয়নে সোহরাব হোসেন বাবুল মৃধা ও মোল্লারহাট ইউনিয়নে এ্যাডভোকেট কেএম মাহাবুবুর রহমান (সেন্টু)। রাজাপুরের সাতুরিয়া ইউনিয়নে সৈয়দ মাইনুল হায়দার নিপু, শুক্তাগড় ইউনিয়নে বিউটি সিকদার, রাজাপুর সদর ইউনিয়নে নজরুল ইসলাম (স্বপন তালুকদার), গালুয়া ইউনিয়নে গোলাম কিবরিয়া পারভেজ, বড়ইয়া ইউনিয়নে মোহাম্মদ সাহাবুদ্দিন হাওলাদার (সুরুমিয়া) এবং মঠবাড়ি ইউনিয়নে শাহজালাল হাওলাদার। কাঠালিয়াউ পজেলার চেচরিরামপুর ইউনিয়নে মো. হারুন-অর-রশিদ জমাদ্দার, পাটিখালঘাটা ইউনিয়নে শিশির চন্দ্র দাস, আমুয়া ইউনিয়নে আমিরুল ইসলাম (ফোরকান সিকদার), কাঠালিয়া সদরে মো. মাহমুদুল হক (নাহিদ সিকদার), শৌলজালিয়া ইউনিয়নে মো. মেহেদি হাসান, আওরাবুনিয়া ইউনিয়নে কামরুজ্জামান লিটন নকীব। ঝালকাঠির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান প্রার্থী হিসেবে উল্লেখিতদের নাম তৃণমূলের দাবির প্রেক্ষিতে কেন্দ্রে সুপারিশ করে প্রেরণ করে। অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অনেকেই ইতিমধ্যে দলীয় মনোনয়নপ্রাপ্তদের প্রতি আনুগত্য প্রকাশ করে প্রতিদ্ব›িদ্বতা থেকে সরে দাড়িয়েছে।রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নে দলীয় মনোনয়ন প্রত্যাশী এবং উপজেলা আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন জানান, দল যাকে ভালো মনে করেছে তাকেই মনোনয়ন দিয়েছে। ইউনিয়নবাসীর ভালোবাসায় মুগ্ধ এবং ঋণী। আমি ইউনিয়নের জনগনের পাশে ছিলাম, আছি এবং থাকবো।

ক্যাপশনঃ- ঝালকাঠি পৌর নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ লিয়াকত আলী তালুকদার (ডানে), রাজাপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে উচ্ছ¡াসিত প্রার্থীরা (বামে)।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: