চুনারুঘাটে ও বাহুবলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা
নুর উদ্দিন সুমন (হবিগঞ্জ) :
জেলার চুনারুঘাট ও বাহুবলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ মার্চ) নিরাপদ মানসম্মত পণ্য প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ভোক্তা অধিকার দিবসটি উদযাপন উপলক্ষে চুনারুঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সত্যজিত রায় দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, পৌর আওয়ামীলীগের সভাপতি মো: আবু তাহের মিয়া মহালদার, পৌরসভার মেয়র সাইফুল ইসলাম রুবেল, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজ প্রমূখ। এদিকে দুপুর সাড়ে ১১ টায় বাহুবল উপজেলা নির্বাহী কর্মকতা স্নিগ্ধা তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহামান। ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুহেল আহমদ কুটি, প্রেসক্লাব সভাপতি নুর ইসলাম নুর, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজ প্রমূখ। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। প্রসঙ্গত
পণ্যের ন্যায্যমূল্য ও গুণগত মান নিশ্চিত করার মাধ্যমে ভোক্তা অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সরকার ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’ প্রণয়ন করেছে। বক্তারা বলেন, আইন প্রণয়নের পাশাপাশি এর যথাযথ প্রয়োগ অত্যন্ত জরুরি। আইনের যথাযথ বাস্তবায়নের জন্য প্রয়োজন জনপ্রতিনিধি, ব্যবসায়ী, প্রজাতন্ত্রের কর্মচারী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তাদের আস্থা অর্জনে আরো বেশি সচেষ্ট থাকবে বলে প্রত্যাশা করেন। পণ্য ক্রয়-বিক্রয় ও সেবা প্রদানে যে কোনো অনিয়ম মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে। তাই খাদ্যে ভেজাল মিশ্রণ প্রতিরোধে বিশেষ নজরদারি রাখা প্রয়োজন। একই সঙ্গে জনস্বাস্থ্য রক্ষা ও পরিবেশ দূষণ রোধকল্পে বিভিন্ন ক্ষেত্রে পলিথিন ও প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার রোধ করতে হবে।