হবিগঞ্জে মোদীবিরোধী বিক্ষোভ পুলিশ বিএনপি সংঘর্ষ- পুলিশসহ আহত অর্ধশতাধিক আটক ৩
নুর উদ্দিন সুমন (হবিগঞ্জ) : দেশব্যাপী মোদীবিরোধী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে হবিগঞ্জ শহরে শায়েস্তান সহ কয়েকটি স্থানে টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে দুপুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে কিছু মানুষ শায়েস্তানগর এলাকায় বিক্ষোভ-মিছিল বের করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় মোদীবিরোধী বিক্ষোভকারীরা পুলিশের ওপর হামলা চালায়। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। এতে পুলিশের একজন কনস্টেব ও বিএনপি, ছাত্রদল যুবদল সহ প্রায় অর্ধশতাধিক আহতর খবর পাওয়াগেছে । শনিবার (২৭ মার্চ) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বিকেলে পুলিশ হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক,সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছ এর পুত্র ব্যারিষ্টার প্রীতম,ছোট ভাই জি,কে গাফফার,ভাতিজা রাফিজ সহ ৩জন কে আটক করেছে পুলিশ। হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল বলেন, মোদীবিরোধী বিক্ষোভকারীদের হামলায় আহত পুলিশ সদস্যকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হবিগঞ্জ পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ উল্ল্যা বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কাজ করছে। জেলা শহরের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থান নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।