South east bank ad

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আটোয়ারীতে র‌্যালি ও আলোচনা সভা

 প্রকাশ: ২৭ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আটোয়ারীতে র‌্যালি ও আলোচনা সভা

মাসুদ রানা (আটোয়ারী, পঞ্চগড়) : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী , স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশে উত্তরণ উদযাপন উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারীতে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২৭ মার্চ) সকালে র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর হতে বের হয়ে উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ উম্মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। উপজেলা একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা’র সঞ্চালনায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশে উত্তরণ উদযাপনের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম। নিজ নিজ দপ্তরের উন্নয়নমুলক কর্মকান্ডের অনুভুতি ব্যক্ত করে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী প্রমুখ। আলোচনা সভা শেষে সভাপতি, প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ উপজেলা পরিষদ চত্বরে ফেস্টুন সহ বেলুন উড্ডয়নের মাধ্যমে দুই দিনব্যাপি আয়োজিত উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করেন এবং ৩৬টি স্টল পরিদর্শন করেন।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: