South east bank ad

ঝালকাঠিতে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ শীর্ষক দুই দিনব্যাপী উৎসব শুরু

 প্রকাশ: ২৭ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

ঝালকাঠিতে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ শীর্ষক দুই দিনব্যাপী উৎসব শুরু

মোঃ রাজু খান (ঝালকাঠি) : ঝালকাঠিতে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ শীর্ষক দুই দিনব্যাপী উৎসব শুরু হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে বেলুন ও পায়রা উড়ানো এবং আলোচনাসভায় উৎসবের উদ্বোধন করা হয়। ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য এবং শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু এমপি ভার্চুয়ালি যুক্ত থেকে উৎসব উদ্বোধন করেন। এ উপলক্ষে শনিবার জেলা প্রশাসনের উদ্যোগে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। ডিসি অফিস প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণের পর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। মিনি স্টেডিয়ামে জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে আলোচনা সভায় পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারী-বেসরকারী কর্মকর্তাগণ বক্তৃতা করেন। শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আয়োজিত মেলায় সরকারি-বেসরকারি দফতর-প্রতিষ্ঠানের ৪০টি স্টল অংশ নিয়েছে।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: