আটোয়ারীতে মানব কল্যাণ পরিষদের কোভিড-১৯ বিষয়ে সচেতনতামুলক সভা
মাসুদ রানা (আটোয়ারী,পঞ্চগড়) : পঞ্চগড়ের আটোয়ারীতে দাতা সংস্থা নেট্জ বাংলাদেশের সহযোগিতায়, বিএমজেড এর অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা মানব কল্যাণ পরিষদ-এমকেপি-এর আয়োজনে প্রমোশন অফ সোস্যাল পার্টনারশীপ ফর এম্পাওয়ারম্যান্ট অফ মারজিনালালাইজড কমিউনিটি ইন ৬ ডিসট্রিক্ট এন্ড এট ন্যাশনাল লেভেল ইন বাংলাদেশ-প্রসপেক্ট প্রকল্পের কার্যক্রম হিসেবে শনিবার (২৭ মার্চ) দুপুরে মানব কল্যাণ পরিষদ- এমকেপি প্রকল্প অফিসের হলরুমে কোভিড -১৯ সংক্রমন বিষয়ে জনসচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নাগরিক সমাজ সংগঠনের সভাপতি মোঃ নাজিম কিবরিয়া। মানব কল্যাণ পরিষদের ফিল্ড ফ্যাসিলিটেটর প্রদীপ কুমার বর্মনের সঞ্চালনায় উপজেলার ফকিরগঞ্জ বাজার কমিটির সদস্য ও পরিবহন শ্রমিকদের নিয়ে কোভিড-১৯ সংক্রমন মোকাবেলায় আমাদের করনীয় সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন মানব কল্যাণ পরিষদ-এমকেপি’র আটোয়ারী উপজেলার এলাকা সমন্বয়কারী মঞ্জুরুল তারিক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মানব কল্যাণ পরিষদের এফ এফ –প্রসপেক্ট প্রকল্পের কর্মী প্রতিমা রাণী, ফকিরগঞ্জ বাজার কমিটির সদস্য রবিউল হক, হোটেল ব্যবসায়ী খায়রুল ইসলাম প্রমুখ। রবিউল বলেন কোভিড-১৯ সামাজিকভাবে খুবই ক্ষতিগ্রস্থ করছে। কোভিড থেকে মুক্তি পেতে আমাদের সকলকে সচেতন হতে হবে এবং অন্যকে সচেতন করতে হবে।