শিরোনাম

South east bank ad

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী : স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন কর্মসূচী

 প্রকাশ: ২৭ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী : স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন কর্মসূচী

নুর উদ্দিন সুমন (হবিগঞ্জ) : বর্ণাঢ্য আয়োজন ও বিপুল উৎসাহে চুনারুঘাটে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী : স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল বাংলাদেশ’ উদযাপনের দুই দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন করা হয়ছে। (শনিবার) সকালে মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়াম প্রাঙ্গণে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এ কর্মসূচী আয়োজন করে। এ উপলক্ষ্যে উপজেলা কমপ্লেক্স থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের স্বতঃসফূর্ত অংশ গ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়াম প্রাঙ্গণে মাঠে অনুষ্ঠান মঞ্চে এসে শেষ হয়। এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়াম মাঠে অনুষ্ঠিত এ উন্নয়ন চিত্র প্রদর্শনী অত্যন্ত আকর্ষনীয়ভাবে উপস্থাপন করা হয়েছে। শোভাযাত্রা ও মূলমঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর উন্নয়নের অগ্রযাত্রায় সবাইকে শামিল হওয়ার আহবান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারাই দেশের উন্নয়ন হয়েছে। দেশের উন্নয়নে অনেক প্রকল্প চলমান রয়েছে। অন্ধকার সময় পেরিয়ে আলোকবর্তিকা হিসেবে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবির্ভাব ঘটায় তার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। জাতিসংঘের চূড়ান্ত মাপকাঠিতে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি লাভ করেছে। উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি মো: আবু তাহের মিয়া মহালদার, পৌর মেয়র সাইফুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা শিক্ষা কর্মকতা মোহাম্মদ মাসুদ রানা, চুনারুঘাট থানার ওসি মো: আলী আশরাফ, ইন্সপেক্টর (তদন্ত) চম্পক দাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের সকল বিভাগীয় প্রধানগণ, ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজসহ সর্বস্তরের জনগণ। সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার, সত্যজিত রায় দাশ বলেন- মাননীয় প্রধানমন্ত্রী সরকারি সকল দপ্তরের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। জনগণ এখন ঘরে বসেই সরকারি সকল সেবা গ্রহণ করতে পারে। মাননীয় প্রধানমন্ত্রীর অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টায় বাংলাদেশ আজ সল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে রুপান্তর করা। অচিরেই মাননীয় প্রধানমন্ত্রীর এই স্বপ্ন বাস্তবায়ন হবে বলে আমরা বিশ্বাস করি। এসময় তিনি প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করেন। আলোচনা শেষে বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়াম প্রাঙ্গণে উন্নয়ন বিষয়ক ভিডিও প্রদর্শনী ও স্টল প্রদর্শনী করেন অতিথিরা । অডিটরিয়ামে তৃণমূলের জনগণের কাছে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরার লক্ষ্যে তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে উপজেলার বিভিন্ন দপ্তরের ১৭ টি স্টল রয়েছে। স্টল গুলোতে সরকারী-বেসরকারী দফতর, এনজিও এবং নারী উদ্যোক্তা অংশ নিয়েছে। তারা সরকারের উন্নয়ন চিত্র আকর্ষনীয়ভাবে উপস্থাপন করেছে।আজকের কর্মসূচির উল্লেখযোগ্য অংশ হলো উন্নয়ন বিষয়ক ভিডিও প্রদর্শন, তরুণদের জন্য জাতির পিতার জীবনীর ওপর নির্মিত তথ্যচিত্র ও স্থানীয় বিভিন্ন উন্নয়ন তথ্যসমৃদ্ধ ভিডিও প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

আগামীকাল (রবিবার) ২৮ মার্চের কর্মসূচী হলো: সকাল ১০টায় ‘রূপকল্প ২০৪১: উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ’ বিষয়ক সেমিনার, দুপুর ১২টায় শিক্ষার্থী ও তরুণদের জন্য উন্নয়ন বিষয়ক কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, বেলা আড়াইটায় স্থানীয় বিভিন্ন উন্নয়নচিত্র প্রদর্শনী, বিকেল চারটায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পাঁচটায় সমাপনী অনুষ্ঠান।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: