South east bank ad

আগুনে পুড়ে ঘরের মালামাল ছাই, অক্ষত পবিত্র কোরআন

 প্রকাশ: ২৭ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

আগুনে পুড়ে ঘরের মালামাল ছাই, অক্ষত পবিত্র কোরআন

মোঃ রাজু খান (ঝালকাঠি) : ঝালকাঠির নলছিটির কুশঙ্গল ইউনিয়নের ফয়রা এলাকায় অগ্নিকান্ডের ঘটনায় ৩টি বসত ঘর পুড়ে গেছে। তবে, এতে ঘরের সব মালামাল পুড়ে গেলেও ঘরে থাকা পবিত্র কোরআন শরীফ অক্ষত অবস্থায় পাওয়া গেছে। শনিবার দুপুরে এ অগ্নিকান্ডের ঘটনায় ৩টি বসত ঘরে সব মালামালসহ দলিল পুড়ে যায়। এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, বেলা ১টার দিকে ফয়রা গ্রামের সত্তার বেপারীর বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন লাগার পর স্থানীয়রা নলছিটি ফায়ার সার্ভিসকে খবর দেয়। তবে গ্রামের অপ্রশস্ত রাস্তা দিয়ে ফায়ার সার্ভিস গাড়ি নিয়ে পৌঁছতে দেরী হওয়ায় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। পরে তা পাশের উজ্জ্বল বেপারীর ঘরে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় আগুন নেভানোর কাজে অংশগ্রহণকারী উমর আলী(৩০) সালাম (৫০) আহত হন। তাঁরা কুশঙ্গল ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার। তিনি ক্ষতিগ্রস্তদের উপজেলা প্রশাসন থেকে আর্থিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এছাড়াও নলছিটি থানার এসআই আজিজুর রহমান ও এএসআই মো. নাসিম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে কুশঙ্গল ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সিকদার জানান, আমি খবর পেয়ে এসে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে, আমার সামর্থ্য অনুযায়ী আমি তাদের সহযোগিতা করবো ।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: