মৌলভীবাজারে মৌলবাদচক্রের বিরুদ্ধে যুবলীগের বিক্ষোভ মিছিল
তানভীর আঞ্জম আরিফ (মৌলভীবাজার) :
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনকালে সারাদেশে মৌলবাদী ও বিএনপি-জামায়াত চক্রের নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবলীগ।
শনিবার বিকালে চৌমোহনা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এতে জেলা যুবলীগসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মিরা অংশ গ্রহন করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেন্ট্রাল রোডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগ সহ সভাপতি বিকাশ ভৌমিক ও সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন।
এ সময় বক্তারা বলেন যারা দেশের স্বাধীনতা চায়নি এবং এ দেশকে মৌলবাদী রাষ্ট্র বানাতে চায়। তারাই দেশে নৈরাজ্য, জ্বালাও, পোড়াও ও ভাংচুর করছে। এসব করে বঙ্গবন্ধুর বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়নের অগ্রযাত্রা চলমান রয়েছে তা বাঁধাগ্রস্থ করা যাবে না। জনগনকে এসব মৌলবাদীচক্রের ব্যাপারে সজাগ থাকার আহবান জানান বক্তারা।