South east bank ad

ঝালকাঠিতে পুলিশের মাস্ক ও লিফলেট বিতরণ

 প্রকাশ: ০১ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

ঝালকাঠিতে পুলিশের মাস্ক ও লিফলেট বিতরণ

রাজু খান (ঝালকাঠি) : দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জনসাধারণকে সচেতন করার জন্য ঝালকাঠি জেলা পুলিশের পক্ষ থেকে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের বিভিন্ন স্থানে দাঁড়িয়ে পথচারীদের মুখে মাস্ক পরিয়ে দেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। এ সময় তিনি বিভিন্ন গণপরিবহনে সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেন। এছাড়াও জনসাধারণ, যানবাহনের চালক ও বিভিন্ন প্রতিষ্ঠানে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করেন পুলিশ সুপার। এ কর্মসূচিতে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ ও সদর থানার ওসি খলিলুর রহমান। ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, সারাদেশে করোনার সংক্রমণ হঠাৎ করে বেড়ে গেছে। আমরা এক বছর ধরে করোনায় মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন কর্মসূচি পালন করছি। এ ধরনের কর্মসূচি অব্যহত থাকবে। আমি জনসাধারণকে বলবো, আপনারা সাত দিনের বাজার প্রয়োজনে একদি করে ঘরে থাকুন। জরুরী প্রয়োজন ছাড়া কেউ বের হবেন না। পরিবহনে নিয়ম না মানলে আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথাও জানান পুলিশ সুপার।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: