অবৈধ ইটভাটায় সয়লাব পঞ্চগড়
মোঃ লিহাজ উদ্দিন (পঞ্চগড়) :
দেশের উত্তরের কৃষি সমৃদ্ধ জেলা পঞ্চগড়ের একটি ইউনিয়নে ১৮ টিসহ জেলায় আইন অমান্য করে চলছে অর্ধশত ইটভাটা। এসব ইটভাটার ফলে বায়ু দূষণের কারণে জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে কোমলমতি শিক্ষার্থীরাও। চরম ঝুঁকির মুখে পড়ছে মানুষের স্বাভাবিক জীবন ও স্বাস্থ্য। বিপর্যস্ত হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। শুধু তাই নয়, দেদারছে কাটছে ফসলি জমির মাটি,
বিনষ্ট হচ্ছে জমির উর্বরতা শক্তি । একদিকে প্রশাসন নিরব অন্যদিকে ভাটা মালিকরা প্রভাবশালী হওয়ায় কথা বলতে পারছেনা সাধারণ মানুষ ।
স্থানীয়রা জানান, ইটভাটা থেকে নির্গত ধোঁয়া ও গ্যাসের কারণে এলাকার পরিবেশ দূষণ ও ফসলের মারাত্মক ক্ষতি হচ্ছে ।প্রতিনিয়ত চাষিরা ফসল পুড়ে যাওয়ার আতঙ্কে রয়েছেন । মৌসুমী ফল আম-লিচুসহ ফলের গাছে ফল নেই। তারা আশঙ্কা করছে এভাবে ভাটার কার্যক্রম চলতে থাকলে আগামী কয়েক বছর পরেই জমিতে কোন চাষ করা যাবে না কারন ইটভাটায় ব্যবহৃত মাটি হচ্ছে ফসলি জমির উর্বর অংশ যা ফসল উৎপাদনের একমাত্র সহায়ক।
অবৈধভাবে একের পর এক কৃষি জমিতে গড়ে উঠা ইটভাটার বিষয়ে কোন মন্তব্য করতে রাজি নন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পঞ্চগড়এর উপ-পরিচালক মিজানুর রহমান। তথ্য সূত্রে জানা গেছে , দন্ডপাল ইউনিয়নে ১৮ টি ইটভাটাসহ জেলায় অর্ধশত এরও বেশি অবৈধ ইটভাটা থাকলেও জেলা প্রশাসনের কাছে তথ্য রয়েছে মাত্র ২৬ টির। দুই-একটির পরিবেশগত ছাড়পত্র থাকলেও বাকী সবই চলে প্রশাসনকে উৎকোচ দিয়ে । আবহাওয়া ভালো থাকলে একেকটি ভাটা ৩ থেকে ৫ বার ইট উৎপাদন করে। প্রতিবার ভাটা প্রতি ৫ থেকে ৮ লাখ ইট তৈরি হয়। নিয়মনীতির তোয়াক্কা না করে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস হাট-বাজার বসতবাড়ির আশেপাশেই যত্রতত্র গড়ে উঠেছে এসব ইটভাটা। কিন্তু জেলা প্রশাসনের কোন পদক্ষেপ নাই আইনগত ব্যবস্থা নেওয়ার। বছরে ২/১টির বিরুদ্ধে অভিযান পরিচালনা করলেও অজানা কারনে থেমে যায় পরবর্তী কার্যক্রম। দন্ডপাল ইউনিয়নের চেয়ারম্যান জামেদুল ইসলাম জানান, ইউনিয়নে গড়ে উঠা ইটভাটা কৃষি জমির ব্যাপক ক্ষতি করছে। কৃষককে বুঝানো হচ্ছে তারা যেন মাটি বিক্রি না করে।এভাবে চলতে থাকলে কয়েক বছর পর ইউনিয়নের কৃষি জমি পুকুরে পরিণত হবে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সদস্য সচিব এ্যাড.জিল্লুর রহমান সিদ্দিকী বলেন, আইনকে তোয়াক্কা না করে অবৈধভাবে গড়ে উঠা ইটভাটা পরিবেশসহ কৃষি জমির ব্যাপক ক্ষতি করছে। প্রশাসনের কাছে জোর দাবী জানাচ্ছি এসব ভাটা স্থাপনায় আইনগত ব্যবস্থা নেওয়ার। জেলা প্রশাসক ডা.সাবিনা ইয়াসমিন জানান, উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমে ভাটা মালিকদের অবগত করা আছে। তারা যেন জিগজ্যাগ ভাটা গড়ে তোলে এবং মালিকদের ডেকে লাইসেন্স করার জন্য উৎসাহিত করেন।আর যেগুলো ইটভাটা অবৈধভাবে গড়ে উঠেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।