South east bank ad

আটোয়ারীর বদ্ধভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন

 প্রকাশ: ০৬ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

আটোয়ারীর বদ্ধভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন

মাসুদ রানা (আটোয়ারী,পঞ্চগড়) : পঞ্চগড়ের আটোয়ারীতে মির্জাপুর পুরাতন দিঘী গোরস্থানের বদ্ধভূমির স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থান সমুহ সংরক্ষণ ও মুক্তিযুদ্ধ স্মৃতি যাদুঘর নির্মাণ প্রকল্পের আওতায় এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে মঙ্গলবার ( ৬ এপ্রিল) সকালে মির্জাপুর পুরাতন দিঘী গোরস্থানের বদ্ধভূমির স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার শেখ নুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ জাকিউল আলম, উপ-সহকারী প্রকৌশলী আজমল হক খান, মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মির্জা নুরুল ইসলাম হেলাল, মির্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মির্জা সরফরাজ, মির্জা জহিরুল ইসলাম শাহীন সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা ও এলাকার সুধিজন। সুত্র জানায়, এ স্মৃতিস্তম্ভে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩৬,৭২,৩৩৫/-টাকা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত মোতাবেক মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থান সমুহ সংরক্ষনের জন্য সারাদেশে একযোগে একই ডিজাইনে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। উপজেলা প্রকৌশলী মোঃ জাকিউল আলম জানান, উপজেলার রাধানগর ইউনিয়নের হাফেজ ডাক্তার পাড়ার একটি বদ্ধভূমির স্মৃতিস্তম্ভ নির্মানের জন্য অর্থ বরাদ্দ এসেছে। পারিবারিকভাবে জমি সংক্রান্ত জটিলতার কারণে স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা সম্ভব হচ্ছেনা।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: