নওগাঁ থেকে গোল কাঠ চোরাই পথে পাচারকালে হবিগঞ্জে আটক
নুর উদ্দীন সুমন (হবিগঞ্জ) : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিপুল পরিমান চোরাই গাছ আটক করেছে বনজদ্রব্য পরীক্ষণ ফাড়ি। মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা - শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা মোঃ শহিদুর রহমানের নেতৃত্বে শায়েস্তাগঞ্জ বনজদ্রব্য পরীক্ষন ফাড়ির সহকারী কর্মকর্তা মোঃ আহমদ আলীসহ একদল বনকর্মীরা অভিযান চালিয়ে অবৈধ ভাবে পরিবহন কালে ট্রাক ভর্তি (ঢাকা মেট্রো- ট- ২৪- ১০৭৫) ইউকেলিপটাস গাছের প্রায় ২শ ৫০ ঘনফুট গোল কাঠ জব্দ করা হয়। শায়েস্তাগঞ্জ বনজদ্রব্য পরীক্ষন ফাড়ির সহকারী কর্মকর্তা মোঃ আহমদ আলী সত্যতা নিশ্চিত করে বলেন জব্দকৃত কাঠগুলি ইউকেলিপটাস গাছের গোল কাঠ। যার বাজার মুল্য প্রায় দেড়লাখ টাকা। কাঠগুলি নওগা থেকে চোরাই পথে সিলেট যাচ্ছিল। ট্রাকের চালক পালিয়ে যাওয়াতে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে।