South east bank ad

প্যারোডি গানের সুরে সুরে মাস্কআপ ক্যাম্পেইন

 প্রকাশ: ০৭ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

প্যারোডি গানের সুরে সুরে মাস্কআপ ক্যাম্পেইন

মোঃ লিহাজ উদ্দিন(পঞ্চগড়): ‘বুকটা ফাইট্টা যায়, বন্ধু যখন মাস্ক ছাড়া আমার বাড়ির সামনে দিয়া হাঁইট্যা যায়, বুকটা ফাইট্টা যায়’- হ্যাঁ এভাবেই প্যারোডি গানের সুরে সুরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাস্কআপ ক্যাম্পেইন চালিয়েছে উপজেলা প্রশাসন।

‘স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরি, করোনার বিস্তার রোধ করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়াতে তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাস্কআপ ক্যাম্পেইন শুরু হয়েছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে তেঁতুলিয়া হয়ে দেবনগর পর্যন্ত সাতটি ইউনিয়নে এ মাস্কআপ ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা।

তার নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কাশেম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুর রাকিব ও তেঁতুলিয়া মডেল থানার পুলিশ সদস্যরা এবং উপজেলা শিল্পকলা একাডেমির কয়েকজন শিল্পী এসময় উপস্থিত ছিলেন। মাস্কআপ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির কয়েকজন শিল্পী হ্যান্ড মাইকে প্যারোডি গানের সুরে সুরে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরুত্ব বজায় রাখা, সাবান দিয়ে হাত ধোয়াসহ জনসমাগম এড়িয়ে চলার গুরুত্ব তুলে ধরে বাজারে বাজারে হেঁটে হেঁটে লোকজনকে সচেতন করতে শুরু করেন। অন্যদিকে প্যারোডি গানের পাশাপাশি জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

ইউএনও সোহাগ চন্দ্র সাহা বলেন, শুধু শাস্তি বা আইন প্রয়োগ করে নয়, স্বতঃস্ফূর্ত গণসচেতনতা বাড়াতে মাস্ক বিতরণের পাশাপাশি প্যারোডি গানে গানে স্বাস্থ্যবিধি মেনে চলার বার্তা পৌঁছে দেওয়াই মাস্কআপ ক্যাম্পেইনের লক্ষ্য। আশা করি, ক্যাম্পেইনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: