তেতুঁলিয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
মোঃ লিহাজ উদ্দিন (পঞ্চগড়) : পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের লালগছ গ্রামে মঙ্গলবার দিবাগত রাতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই রবিউল আলম (৪২) নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ছোট ভাই ফিরোজ আলম পলাতক রয়েছেন। নিহত রবিউল আলম একই গ্রামের শারাফত আলীর ছেলে।
তিনি পেশায় মোটর পরিবহন (১৬৬০) শ্রমিকের সদস্য।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতে কোনো এক কারণে বেকার ছোট ভাই ফিরোজ আলমকে শাসন করতে যান রবিউল। এসময় জমি সংক্রান্ত বিরোধে জড়িয়ে পড়েন তারা। একপর্যায়ে ফিরোজ ছুরি দিয়ে এলোপাথারি আঘাত করে রবিউলকে। এতে মাথা, ঘাড় ও হাতে জখম হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। ঘটনার পরে পরেই পরিবারের সদস্যরা রবিউলকে উদ্ধার করে দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. কাউছার আহাম্মেদ তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ঘাতক ফিরোজ আলম গত কয়েকদিন আগে বাজার থেকে ধারালো একটি ছুরি এনে বাসায় রাখে। সেই ছুরি দিয়েই তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
পঞ্চগড় মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (১৬৬০) এর রোড সেক্রেটারি রকুনুজ্জামান বলেন, রবিউল আলম ও তার বড় ভাই আমাদের সংগঠনের সদস্য। ঘাতক ফিরোজকে দ্রুত আটক করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি, না হলে আমাদের সংগঠন অন্দোলনে যেতে বাধ্য হবে। বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটেছে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘাতক ফিরোজ আলম বর্তমানে পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে।