মৌলভীবাজারে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ডোজ টিকা দান
তানভীর আঞ্জুম আরিফ (মৌলভীবাজার): আজ সারাদেশের মতো মৌলভীবাজারেও শুরু হয়েছে কোভিট-১৯ দ্বিতীয় ডোজ টিকা। জেলার ২৬টি বুথে চলছে করোনার দ্বিতীয় ডোজ টিকা কাযক্রম।
মৌলভীবাজার সদর হাসপাতালে ৮টি বুথে কোভিট-১৯ দ্বিতীয় ডোজ টিকা দেয়া হচ্ছে। সকালে করোনার দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, পৌর মেয়র ফজলুর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম। এছাড়াও যারা ২য় ডোজ গ্রহনের ম্যাসেজ পেয়েছেন তারাও টিকা নিচ্ছেন সেখানে। তাছাড়া ৬টি উপজেলায় আরো ১৮টি বুথে করোনা টিকা দেয়া হচ্ছে।
সিভিল সার্জন অফিস জানায়, এখন পযন্ত জেলায় ৬৪ হাজার মানুষ করোনার ১ম ডোজ টিকা দিয়েছেন। ২য় ডোজ শুরু হয়েছে তবে একই সাথে ১ম ডোজ টিকা প্রদান কাযক্রম চলমান থাকবে। আর জেলায় করোনা টিকার জন্য ৭৮ হাজার মানুষ রেজিষ্ট্রেশন করেছেন ।