তেঁতুলিয়ায় বালি চাপায় পাথর শ্রমিকের মৃত্যু
মোঃ লিহাজ উদ্দিন (পঞ্চগড়) :
ঘুম থেকে উঠেই যার জীবন জীবিকার তাগিদে মাটির সাথে গড়াগড়ি, সেই মাটির নীচে চাপা পড়ে জীবনের যবনিকা নেমে গেল পাথর শ্রমিক জয়নুলের। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ডাহুক নদীতে পাথর উত্তোলনের সময় পাথর কোয়ারীর বালি চাপায় জয়নুল হক (৪৮) নামে এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টায় উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের গ্লোব জনকণ্ঠ ফ্যাক্টরির বিপরীত পাশে ডাহুক নদীতে বাংলাদেশ-ভারত নোম্যান্সল্যান্ড এলাকায় পাথর উত্তোলনের সময় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত জয়নুল হক তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মন্ডল পাড়া এলাকার মৃত কালা সূফির ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তারেক হোসেন জানান, প্রতিদিনের মতোই শুক্রবার সকালে জয়নুল তার সহকর্মীদের সাথে ডাহুক নদীতে পাথর উত্তোলন করতে আসে। এ সময় সে নদীর পাথর কোয়ারীতে ডুবে পাথর তোলার সময় পাথর কোয়ারীর বালু ধসে চাপা পড়ে নিখোঁজ হয়ে যায়। পরে তার সহকর্মীরা পাথর কোয়ারীতে অনেক খোঁজাখুজি করেও তাকে না পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে পাথর কোয়ারী থেকে জয়নুলের মরদেহ উদ্ধার করে।
তেতুঁলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সায়েম মিয়া নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান,স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের সুরতহাল শেষে পরিবারের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিদের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে তেতুঁলিয়া মডেল থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।