জেলা পরিষদের উদ্যোগে আটোয়ারীতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
মাসুদ রানা (আটোয়ারী,পঞ্চগড়): যে মহুর্তে করোনা ভাইরাস সংক্রমন পাগলা ঘোড়ার মত লাফিয়ে লাফিয়ে বাড়ছে, ঠিক সেই মহুর্তে পঞ্চগড় জেলা পরিষদের উদ্যোগে আটোয়ারীতে জন প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হচ্ছে । রবিবার ( ১১ এপ্রিল) পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার সাদাত স¤্রাট আটোয়ারী উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে গিয়ে জনপ্রতিনিধিদের হাতে প্রতিজনকে পৃথক পৃথকভাবে হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াস ও মাস্ক বিতরণ করেছেন। এসময় উপস্থিত গণমাধ্যমকর্মীদের মাঝেও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদ কর্তৃপক্ষ। বিতরণের সময় জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ মাজেদুর রহমান বকুল ও জেলা পরিষদ সদস্য মোছাঃ লুৎফা বেগম সহ সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের করোনা ভ্যাকসিন নেয়ার পরামর্শ দেন এবং অন্যকেও করোনা ভ্যাকসিন গ্রহন সহ মাস্ক ব্যবহারে উৎসাহিত করার পরামর্শ দেন। তিনি বলেন, জেলা পরিষদের উদ্যোগে প্রথমে জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের নিকট স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছি। প্রথমে আটোয়ারীর বলরামপুর ও রাধানগর ইউনিয়নে বিতরণ করা হলো। পরবর্তীতে ক্রমান্বয়ে অন্যান্য ইউনিয়নে বিতরণ করা হবে।