ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন
নুর উদ্দিন সুমন (হবিগঞ্জ) : ২০২০-২১ অর্থবছরে খরিফ-১/২০২১-২২ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়ছে। (১৩ এপ্রিল ) দুপুরে চুনারুঘাট উপজেলা পরিষদ চত্ত্বরে কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর । চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সত্যজিত রায় দাশ এর সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সজীব হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রণোদনা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। তিনি বলেন, করোনার প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা শুরু হয়েছে। পর্যায়ক্রমে পৌরসভাসহ উপজেলার তালিকভুক্ত কৃষকদের মাঝে বিতরণ করা হবে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের সার্বিক তত্ত্বাবধানে এ বীজ ও সার বিতরণ করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রমজান আলী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো: নুরুল ইসলাম খান, সফিকুল ইসলাম, ধনঞ্জয় দেবনাথ, মোঃ সাইদুর রহমান, মোঃ ফারুক আহমদসহ সকল উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, উপজেলা কৃষকলীগের সভাপতি মো: মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক শেখ জামাল প্রমুখ । উপজেলা কৃষি অফিসার রমজান আলী জানান, কৃষিবান্ধব সরকার করোনার প্রাদুর্ভাবের কারণে এ বছর উপজেলায় মোট ৩৯৯০ জন কৃষকের প্রতিজন ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও ৫ কেজি আউশ বীজ পাবেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কৃষি উৎপাদন ব্যবস্থা অব্যাহত রাখতে কোন জমি খালি না রেখে প্রতি ইঞ্চি জমিতে ফসল আবাদের জন্য কৃষকদের পরামর্শ প্রদান করা হচ্ছে। আমাদের কার্যক্রম অব্যাহত আছে।