পঞ্চগড়ে পহেলা রমজানে পানিতে পড়ে শিশুর মৃত্যু
মোঃ লিহাজ উদ্দিন (পঞ্চগড়) :
উত্তরের জেলা পঞ্চগড়ে পহেলা রমজানে পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ এপ্রিল) সকালে জেলার সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড দক্ষিণ খালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশু আব্দুল্লাহ(২) ওই এলাকার রশিদুল ইসলামের ছেলে। পারিবারিক সুত্রে জানা যায়, শিশুটি বুধবার সকালে বাড়ির সামনে খেলা করছিল। খেলার এক পর্যায়ে শিশুটিকে পরিবারের লোকজন দেখতে না পেয়ে খোঁজা খুঁজি শুরু করে। কিছুক্ষন পর দাদা আইয়ুব আলী শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখে চিৎকার করলে পরিবারের লোকজন এসে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে।
পঞ্চগড় সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাফি মোজাম্মেল জানান, শিশুটি হাসপাতালে নেওয়ার আগেই মারা গিয়েছে। পরিবার সুত্রে আরো জানা যায়, শিশুটির বাবা-মা'র ঢাকায় চাকুরী কারনে গত ৮ মাস যাবত শিশুটি তার দাদা-দাদীর কাছে অবস্থান করছিল। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু আক্কাস আহম্মদ পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।