South east bank ad

সরকারি নির্দেশনা অমান্য করায় মাধবপুর ও আজমিরিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

 প্রকাশ: ১৫ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

সরকারি নির্দেশনা অমান্য করায় মাধবপুর ও আজমিরিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নুর উদ্দিন সুমন( হবিগঞ্জ) : হবিগঞ্জের আজমিরীগঞ্জে সরকারি নির্দেশনা অমান্য করে ব্যবসা পরিচালনা করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদন্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলা জলসুখা বাজারে সরকার ঘোষিত কঠোর স্বাস্হ্যবিধি ও সর্বাত্মক লকডাউন নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। সরকারি আদেশ অমান্য করায় ২টি দোকান মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে একই সময়ে লকডাউনের দ্বিতীয় দিনে মাধবপুর বাসস্ট্যান্ড ও জগদীশপুর বাজারে সরকারী নির্দেশনা অমান্য করে স্বাস্থ্যবিধি ও মাস্ক পরিধান না করে বাহিরে ঘোরাফেরা করায় ১৩টি মামলায় দুই হাজার ৮৫০ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা। পরে এ সময় জনসাধারণের মাঝে ফ্রি মাস্ক বিতরণ করেন।
করোনা পরিস্থিতি বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে। তিনি বলেন, সকলকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে । পাশাপাশি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: