পঞ্চগড়ে বীর মুক্তিযোদ্ধা ও ইউপি সদস্যের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
মোঃ লিহাজ উদ্দিন (পঞ্চগড়):
পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের সরকার পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজির হোসেনের(৭৫) লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজির হোসেন গত বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৫ ঘটিকার সময় বার্ধক্য ও ডায়াবেটিকস সহ বিভিন্ন রোগে আক্রান্ত জনিত কারনে পঞ্চগড় মকবুলার রহমান ডায়াবেটিস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যু কালে তিনি ৩ছেলে ২মেয়ে,নাতী- নাতনী,আত্বীয় সজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তিনি ধাক্কামারা ইউনিয়ন পরিষদের গত প্রায় ৩০ বছর ধরে একাধারে (৬বার) নির্বাচিত ইউপি সদস্য হিসাবে মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। শুক্রবার সকালে পারিবারিক গোরস্থান মাঠে রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আরিফ হোসেন উপস্থিত থেকে এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল স্বাস্থ্যবিধি মেনে প্রবীণ ইউপি সদস্য মরহুম বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুম বীর মুক্তিযোদ্ধা নাজির হোসেনকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। এসময় পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান,মোঃ আনোয়ার সাদাত সম্রাট, উপজেলা চেয়ারম্যান, মোঃ আমিরুল ইসলাম,ধাক্কামারা ইউপি চেয়ারম্যান,আওরঙ্গজেব,গড়িনাবাড়ী ইউপি চেয়ারম্যান,আলতামাস হুসাসাইন লেলিন, জেলা পরিষদ সদস্য মনোয়ার হোসেন দিপু,সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন সহ প্রতিবেশী আত্বীয়সজন গণ উপস্থিত থেকে জানাজায় অংশগ্রহন করেন এবং দাফন কার্য সম্পন্ন করেন।