South east bank ad

মাদারীপুরের কালকিনিতে প্রায় দেড় হাজার কেজি জাটকা ইলিশ জব্দ, বেঁচা কেনার দায়ে আটক-৫

 প্রকাশ: ১৮ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

মাদারীপুরের কালকিনিতে প্রায় দেড় হাজার কেজি জাটকা ইলিশ জব্দ, বেঁচা কেনার দায়ে আটক-৫

এসএম আরাফাত হাসান (মাদারীপুর) :
কালকিনি উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান ও মাদারীপুর র্যাব-৮ এর সহযোগীতায় গোপন সংবাদের ভিক্তিতে সংবাদ পেয়ে, আজ উপজেলার মিয়ার হাট বাজরে অভিযান চালিয়ে প্রায় ১হাজার৫শ’কেজি জাটকা জব্দ করেন।
এ সময় জাটকা ইলিশ বেঁচা কেনার দায়ে মুলাদী বরিশালের কালাম সরদার(৪৭) মোঃ কমর উদ্দিন(৪০).মোঃ সজিব(১৯). পাভেজ(২৫).ও গৌরনদী থানার মেদাকুল গ্রামের শিপন(৩০) নামের ৫ জনকে আটক করেন।
পরে তাদের প্রত্যেককে ১বছর করে জেল প্রদান করে মাদারীপুর জেল হাজতে প্রেরন করেন।
পরে আটক কৃত জাটকা ইলিশ কালকিনি পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাদ্রাসা,ও এতিম খানা লিল্লাহ বডিংয়ে বিতরন করা হয়।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: