ঝালকাঠিতে কঠোর লকডাউন মানছে না মানুষ, পুলিশের কড়াকড়ি

মোঃ রাজু খান (ঝালকাঠি):
ঝালকাঠিতে কঠোর লকডাউনের মধ্যেও ঘর থেকে বের হচ্ছে মানুষ। শহরের রাস্তাঘাট কিংবা বাজারে জনসাধারণের ভিড় লেগে আছে। বাজার খোলা স্থানে স্থানান্তর না করায় গাদাগাদি করে বেচাকেনা করছেন ক্রেতা-বিক্রেতারা। এ অবস্থায় কড়াকড়ি অবস্থান নিয়েছে পুলিশ। শহরের প্রবেশদ্বারে চেকপোস্ট বসিয়ে তল্লাশী শুরু করেছে। জেলার বাইরে থেকে আসা কোন যানবাহন ঢুকতে দেওয়া হচ্ছে না। বিনা কারনে রাস্তায় বের হওয়া মানুষকে ফিরিয়ে দিচ্ছেন। এদিকে স্বাস্থ্যবিধি মানতে জেলা প্রশাসনের পক্ষ থেকেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন এনডিসি আহমেদ হাছান।