মৌলভীবাজারে মোবাইল কোর্ট : ৪২ মামলায় ৬১ হাজার ৯০০ টাকা জরিমানা আদায়!
তানভীর আঞ্জুম আরিফ (মৌলভীবাজার):
করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলমান লকডাউনের ষষ্ঠ দিনে মোবাইল কোর্ট পরিচালনা করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন। এসময় লকডাউন ও সরকারি আইন না মানায় সর্বমোট ৬১ হাজার জরিমানা আদায় করা হয়।
(১৯ এপ্রিল) সকাল ১১.৩০ ঘটিকা থেকে বেলা ৩.৩০ ঘটিকা পর্যন্ত মৌলভীবাজার সদর উপজেলার চৌমুহনা, শমসেরনগর রোড, সেন্ট্রাল রোড, চাঁদনীঘাট ব্রীজ, পশ্চিম বাজার, কুসুমবাগ ও বেরিরপার এলাকাসহ অন্যান্য উপজেলায় অভিযান চালানো হয়।
জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনায় ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে মোবাইল কোর্ট পরিচালনা করেন প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।
অভিযানে স্বাস্থ্যবিধি ও যথাযথ কর্তৃপক্ষের অন্যান্য নির্দেশনা অমান্য করায় মোবাইল কোর্টের মাধ্যমে ৪২ মামলায় ৬১ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।
মৌলভীবাজার জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এবং দন্ডবিধি, ১৮৬০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালিত হয়। সর্বাত্মক লকডাউন এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতে এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।