আটোয়ারীতে অভ্যন্তরীন গম সংগ্রহ কার্যক্রম উদ্বোধন
মাসুদ রানা (আটোয়ারী):
পঞ্চগড়ের আটোয়ারীতে অভ্যন্তরীন গম সংগ্রহ ২০২১ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে বুধবার (২১ এপ্রিল) দুপুরে ফকিরগঞ্জ খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান লাল ফিতা কেটে সরাসরি কৃষকের কাছ থেকে গম ক্রয়ের মাধ্যমে অভ্যন্তরীন গম সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামানের সভাপতিত্বে স্বাস্থ্য বিধি মেনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফকিরগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায়“ বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার” এর উপর গুরুত্বারোপ করে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন। এসময় অন্যদের মধ্যে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন , মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অ: দা:) মোঃ কামরুজ্জামান, উপজেলা খাদ্য পরিদর্শক গাওসুল আযম মাহবুবা রব্বানী ( তুহিন),জেলা পরিষদ সদস্য মাসুদ করিম, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি মোঃ খলিলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সা: সম্পাদক সাজ্জাদ সেলিম, সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক, কৃষক সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।