শিরোনাম

South east bank ad

আটোয়ারীতে তরমুজের বাম্পার ফলন

 প্রকাশ: ২২ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

আটোয়ারীতে তরমুজের বাম্পার ফলন

মাসুদ রানা (আটোয়ারী):

পঞ্চগড়ের আটোয়ারীতে তরমুজের বাম্পার ফলনে তরমুজ চাষীদের মুখে হাসি ফুটেছে। তরমুজ ক্ষেত পরিদর্শন করেছেন উপজেলার জনপ্রতিনিধি সহ কর্মকর্তাগণ। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার ধামোর ইউনিয়নের ফতেপুর সাপটিগজ এলাকায় তরমুজ ক্ষেত পরিদর্শনে যান উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, ওসি(তদন্ত) দুলাল উদ্দীন। এসময় ধামোর ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম দুলাল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, তরমুজ চাষী সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। এসময় তরমুজ চাষী মোঃ মানিক(জাপান) ও মোঃ খায়রুল বাসার জানান, তারা দু’জনে সহোদর ভাই। ব্যবসায়ীক ভিত্তিতে শুধু এক ফসলের( তরমুজ) জন্য অন্যের প্রায় সাড়ে পাঁচ একর জমি ১ লাখ ১২ হাজার টাকায় বর্গা নিয়েছেন। তরমুজ আবাদের পর জমির মালিককে জমি ছাড়ে দিতে হবে। এই জমিতে তরমুজ চাষ করতে প্রায় চার লাখ টাকা খরচ হয়েছে। প্রথমেই ৬লাখ ১০ হাজার টাকার তরমুজ বিক্রি করেছি। পরে আরো দুইবার বিক্রি করা যাবে। তারা আশা করছেন খরচ বাদ দিয়ে প্রায় পাঁচ লাখ টাকা লাভ হবে। তরমুজ চাষীরা বলেন, এবার আবহাওয়া তরমুজ চাষের অনুকুলে থাকায় তরমুজের ফলন ভাল হয়েছে এবং তরমুজ বিক্রিতেও দাম ভাল পাওয়া যাচ্ছে। তরমুজ চাষে উপজেলা কৃষি অফিস অর্থ দিয়ে সহযোগিতা না করলেও সার্বক্ষনিক পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। তরমুজ ক্ষেতে জনপ্রতিনিধি সহ উপজেলার উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে তরমুজ চাষীদের সৌজন্যমুলক আলোচনা করায় চাষীরা আরো উৎসাহিত হয়েছেন।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: