South east bank ad

শায়েস্তাগঞ্জে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার

 প্রকাশ: ২৪ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

শায়েস্তাগঞ্জে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার

নুর উদ্দিন সুমন (হবিগঞ্জ):

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার হয়েছে। শনিবার (২৪ এপ্রিল) বিকেলে এ ডাকাতদেরকে কারাগারে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃত ডাকাতরা হলেন-হবিগঞ্জ সদর উপজেলার ভাটি শৈলজুড়া গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে মোঃ রনি মিয়া (২৭), শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই গ্রামের মৃত ওসমান আলীর ছেলে মোঃ নাছিম মিয়া (৩৫) ও পুরাসন্দা গ্রামের মোঃ আলমগীর মিয়ার ছেলে মোঃ সুজন মিয়া (২৮)।

এর আগে শুক্রবার (২৩ এপ্রিল) দিবাগত রাত আড়াইটায় শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেবের নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) মোর্শেদ আলম, এসআই মোঃ কাওছার মাহমুদ তোরণ, এসআই স্বপন চন্দ্র সরকার, এসআই মোঃ জসীম উদ্দিন, এএসআই বিধান রায়, এএসআই লিটন চন্দ্র পালসহ একদল পুলিশ শায়েস্তাগঞ্জের মড়রা রাস্তায় অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেফতার করেন। এ সময় বাকী ১২ থেকে ১৩ জন ডাকাত কৌশলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ১টি স্টিলের তৈরী ধারালো টিপ ছোরা, ৩টি ধারালো রামদা, ১টি লোহার তৈরী ছোরা, ১টি লোহার তৈরী চিমটি, ৩ টি লোহার রড উদ্ধার করা হয়।

এসব তথ্য জানিয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব জানান, গ্রেফতারকৃতরা চিহ্নিত ডাকাত। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা আছে। তারা নানা সময়ে মহাসড়কসহ বিভিন্ন স্থানে ডাকাতি সংঘটিত করে আসছিল।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: