পঞ্চগড়ে দুই ফল ব্যবসায়ীকে জরিমানা
মোঃ লিহাজ উদ্দিন (পঞ্চগড়):
পঞ্চগড়ে পবিত্র মাহে রমজানের মাঝামাঝিতে এসে প্রচণ্ড তাপদাহকে কাজে লাগিয়ে এক শ্রেনির অসাধু ফল ব্যবসায়ী আখের গোছাচ্ছে। জেলার সদর উপজেলার পঞ্চগড় বাজারের প্রাণ কেন্দ্রে অবস্থিত কদমতলা ফলপট্টিতে তরমুজ কেজি দরে ও বেশি দামে বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৭ এপ্রিল) দুপুরে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ এ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লকডাউন ও মাহে রমজানকে কেন্দ্র করে পঞ্চগড়ের কিছু ব্যবসায়ী ৬০-৯০ টাকা কেজি দরে তরমুজ বিক্রি করে আসছিল। বুধবার দুপুরে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে একটি দল বাজার মনিটরিং করেন। এ সময় বেশি দামে কেজি দরে তরমুজ বিক্রি করার দায়ে দুই ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করেন। এ বিষয়ে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ জানান, বুধবার দুপুরে পঞ্চগড় বাজারে অধিক দামে তরমুজ বিক্রি ও দোকানে মূল্য তালিকা না রাখার দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বাকি ব্যবসায়ীদের বেশি দামে তরমুজ বিক্রি না করতে পরামর্শ দেওয়া হয়েছে।