আটোয়ারীতে ২০বোতল ফেনসিডিল সহ মাদক কারবারী আটক
মাসুদ রানা (আটোয়ারী):
পঞ্চগড়ের আটোয়ারীতে ২০ বোতল ভারতের নিষিদ্ধ ঘোষিত ফেনসিডিল সহ এক মাদক কারবারীকে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীনের নির্দেশনায় এসআই শাহীন আল মামুনের নেতৃত্বে কয়েকজন পুলিশ অফিসার ও কনস্টেবলদের নিয়ে বুধবার (২৮ এপ্রিল ) দিবাগত রাত প্রায় ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তোড়িয়া ইউনিয়নের ছেপড়াঝার এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। পুলিশের অভিযানকারী দল ছেপড়াঝার গ্রামের সিরাজুল ইসলামের পুত্র মোঃ আলীম (২২) কে ২০ বোতল ফেনসিডিল সহ হাতেনাতে ওই এলাকায় আটক করতে সক্ষম হয়েছে। । অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন ২০ বোতল ফেনসিডিল সহ এক মাদক কারবারীকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, ৩৬(১) এর ১৪(গ) ধারায় আটোয়ারী থানায় একটি মামলা রুজু হয়েছে। মামলা নং-১২, তারিখ: ২৮/০৪/২০২১ইং। আটককৃত মাদক কারবারীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।