দৌলতখান বাজারের তরুণ ব্যবসায়ী মোঃ রিপন আর নেই

এম মিরাজ হোসাইন (ভোলা):
আজ ( ২ই মে ) রোজ রবিবার আনুমানিক সন্ধা ৬টায় ভোলা সদর হাসপাতালে দৌলতখান বাজার বালিকা বিদ্যালয় সড়কের তরুণ ( টিন) ব্যবসায়ী মোঃ রিপন মহান প্রভুর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত মোঃ রিপন অনার্স শেষ করে মাষ্টার্স অধ্যয়নরত ছিল। তার স্বপ্ন ছিল পড়াশুনা করে শেষ করে ব্যবসার পাশাপাশি সরকারি চাকরি করে পিতা মাতার আশা আকাংখা পূরন করবে। এলাকাবাসী জানান,মৃত মোঃ রিপন অত্যন্ত নম্র, ভদ্র ও মার্জিত রুচির অধিকারী ছিলেন। ব্যবহারে ছিলেন অমাহিক। মানুষের সাথে দেখা হলেই সদা হাস্যজ্জল চেহারায় সালাম দিয়ে ও শুভেচ্ছা বিনিময় করতেন । সকলে তার আচরণে সন্তোষ প্রকাশ করেন। মানুষ তো মরণশীল তাই প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সকলে মৃত রিপনের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমরা সকলে মৃত মোঃ রিপনের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।